আজ- ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  বিকাল ৩:৪২

টাঙ্গাইল শহরের পাঁচ খাবার হোটেলে জরিমানা

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল শহরের খাবার হোটেলে অপরিচ্ছন্নভাবে খাবার তৈরি ও দাম বেশি রাখায় পাঁচটি হোটেলের মালিককে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুনের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত ওই অভিযান পরিচালনা করে।


শহরের নিরালা মোড়, মিষ্টিপট্টি ও নতুন বাস টার্মিনাল এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়।

এ সময় ভোক্তা সংরক্ষণ অধিকার আইনে শহরের কিছুক্ষন হোটেল অ্যান্ড রেস্টুরেণ্টকে পাঁচ হাজার, পিয়াসী হোটেলকে দুই হাজার, সুরুচী হোটেলকে তিন হাজার, টিপটপ হোটেলকে পাঁচ হাজার, ফাইলা হোটেলকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। ওই পাছটি হোটেলের মালিকরা তাৎক্ষণিকভাবে জরিমানার মোট ১৮ হাজার টাকা পরিশোধ করেন।


টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুন জানান, শহরের হোটেলগুলোতে অপরিচ্ছন্নভাবে খাবার তৈরি ও খাবারের দামের বিষয়ে অভিযোগ ছিল। তারই পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno