আজ- ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ৬:২২

টাঙ্গাইল হাসপাতালে নারীসহ ছয় দালালের কারাদণ্ড

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে নারীসহ ছয় দালালের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার(১৫ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম ও মো. আবুবকর সরকারের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত ওই অভিযান পরিচালনা করে।


দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া গ্রামের আবুল কাশেম খানের মেয়ে জোছনা খান(৪০), সুরুজ গ্রামের মঙ্গল মিয়ার ছেলে খোকন মিয়া(৩৪), চরপাতুলী গ্রামের আ. হামিদ মিয়ার ছেলে মুসা মিয়া(৩৪), সন্তোষ এলাকার মাইন উদ্দিন সরকারের ছেলে মিজানুর রহমান (৪০), দেলদুয়ার উপজেলার জাঙ্গালিয়া গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে মিরাজ আহমেদ(৬২) ও নাল্লাপাড়া গ্রামের খোরশেদ মিয়া ছেলে মো. ইয়ামিন মিয়া(৩৬)।


নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম জানান, হাসপাতালে অভিযান চালিয়ে জোছনা খানকে ১৫দিন, মিজানুর রহমানকে তিন মাসসহ বাকি চারজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় তাদেরকে ওই দণ্ড দেওয়া হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno