আজ- শনিবার | ১ নভেম্বর, ২০২৫
১৬ কার্তিক, ১৪৩২ | ভোর ৫:৩২
১ নভেম্বর, ২০২৫
১৬ কার্তিক, ১৪৩২
১ নভেম্বর, ২০২৫, ১৬ কার্তিক, ১৪৩২

টানা দ্বিতীয় বার কম্পিউটার টেকনলোজি বিভাগ চ্যাম্পিয়ন

টিপিআই আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেণ্ট

দৃষ্টি স্পোর্টস:

টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট(টিপিআই) আয়োজিত আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেণ্টের ফাইনাল খেলায় ইলেক্ট্রনিক্স টেকনোলজি বিভাগকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে কম্পিউটার সাইন্স অ্যান্ড টেকনোলজি বিভাগ।

 

 

বুধবার(৬ নভেম্বর) সকালে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে ওই টুর্নামেণ্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

 

 

 

 

 

 

 

 

 

 

ফাইনাল খেলার শুরুতেই আক্রমণ-প্রতিআক্রমণে ম্যাচ জমে ওঠে। খেলার প্রথমার্ধে কোন দল গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে রাসেলের দেওয়া গোলে কম্পিউটার সাইন্স অ্যান্ড টেকনোলজি বিভাগ এগিয়ে যায়। খেলায় আর কোন গোল না হওয়ায় কম্পিউটার সাইন্স অ্যান্ড টেকনোলজি বিভাগ জয়লাভ করে।

 

 

 

 

 

 

খেলায় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন আল-আমিন। কম্পিউটার সাইন্স অ্যান্ড টেকনলোজি বিভাগ ফুটবল দলের ম্যানেজার ছিলেন আব্দুল্লাহ আল শোয়াইব নিক্সন ও মেন্টর ছিলেন উৎপল কান্তি রায়।

 

 

 

 

 

 

 

খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ মীর মোশাররফ হোসেন। এসময় বিভিন্ন টেকনোলজির বিভাগীয় প্রধান ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

টিপিআই আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেণ্টে মোট ৭টি টেকনোলজি বিভাগ অংশগ্রহণ করে।

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়