আজ- ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  দুপুর ১২:২৭

ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের হয়রানীর প্রতিবাদে মানববন্ধন

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেলায় নিয়োজিত বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা সময় টিভির বার্তা প্রধান মুজতবা দানিশের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের মাধ্যমে হয়রানী করার প্রতিবাদে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে।

সোমবার(৫ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী ওই কর্মসূচি পালন করা হয়।


মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাবেক সভাপতি আতাউর রহমান আজাদ, প্রেসক্লাবের সাংবাদিক কল্যাণ তহবিলের সভাপতি কামনাশীষ শেখর প্রমুখ।


এ সময় বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে প্রতিনিয়ত সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রংপুর বিশ^বিদ্যালয়ের দুর্নীতির সংবাদ প্রচার করায় সময়টিভির বার্তা প্রধান মুজতবা দানিশ ও রংপুর ব্যুরো প্রধান রতন সরকারের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে তাদেরকে হয়রানী করা হচ্ছে।

বক্তারা অনতিবিলম্বে সময়টিভির বার্তা প্রধান ও সাংবাদিক রতন সরকারের নামে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহারসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।


এ সময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno