আজ- ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ১১:৫৩

তালাকপ্রাপ্ত স্ত্রীর ‘হয়রানি’ থেকে মুক্তি পেতে স্বামীর মানববন্ধন

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের সখীপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীর ‘হয়রানি ও ষড়যন্ত্র’ থেকে পরিত্রাণ পেতে মানববন্ধন করেছেন আ. লতিফ মিয়া নামে এক স্বামী।

মঙ্গলবার (২২ জুন) ঢাকা-সখীপুর আঞ্চলিক সড়কে সখীপুর উপজেলার ঘেচুয়া ছাপড়া বাজার এলাকায় আয়োজিত মানববন্ধনে নির্যাতিত পরিবার ও গ্রামবাসীরা অংশ নেয়।

মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধনে ঘেচুয়া গ্রামের মৃত শামছুল হকের ছেলে ব্যবসায়ী আ. লতিফ অভিযোগ করেন, আয়শা খাতুনের সাথে তিনি দীর্ঘদিন ঘর-সংসার করেন।

আয়শা খাতুন একজন চরিত্রহীন নারী। সংসারে থাকাকালীন সময়ে সে তাকে ও তার মাকে শারীরিক-মানসিক নির্যাতন করে।

তিনি একজন নির্যাতিত পুরুষ দাবি করে বলেন, নির্যাতন সহ্য করতে না পেরে গত ৬ মাস আগে আয়শা খাতুনকে তিনি তালাক দেন।তালাকপ্রাপ্ত হয়েও আয়শা খাতুন তার বাড়ি দখল করে রেখেছে।

তিনি আরও বলেন, ব্যবসায়িক কাজে তিনি বাইরে থাকায় আয়শা খাতুন বিভিন্ন জায়গায় রাতযাপন ও বেপরোয়া চলাফেরা করত।

এগুলো বলতে গেলে সে আমাকে হুমকি-ধমকি দিত। তিনি ওই নারীর হাত থেকে রক্ষা পেতে প্রশাসনসহ সবার সহযোগিতা চান।

মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য সাহাবউদ্দিন আহম্মেদ, ভুক্তভোগীর মা খামিরন নেছা, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইয়াছিন আলী, মিনহাজ উদ্দিন প্রমুখ।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno