আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  ভোর ৫:০৭

দেলদুয়ারে মেছো বাঘ উদ্ধার

 

দৃষ্টি নিউজ:

001
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার মুশুরিয়া গ্রাম থেকে বৃহস্পতিবার(২৯ সেপ্টেম্বর) দুপুরে একটি মেছো বাঘ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
মুশুরিয়া উত্তরপাড়া গ্রামের সেলিম মিয়ার পুকুরপাড়ে উদ্বিড়াল ধরার জন্য ফাঁদ পেতে রাখা হয়। বুধবার(২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওই ফাঁদে উদ্বিড়াল আটকা না পড়ে একটি মেছো বাঘ আটকে পড়ে। খবর পেয়ে দেলদুয়ার থানা পুলিশ বাঘটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সেলিম মিয়া জানান, তিনি ১০০ শতাংশ পুকুরে মাছচাষ করেন। পুকুরের মাছ উদ্বিড়াল খেয়ে ফেলে। এ জন্য তিনি পুকুরের একপাশে ওই ফাঁদ পাতেন। ওই ফাঁদে একটি বাঘ আটকা পড়ে।
দেলদুয়ার থানা পুলিশের এসআই ইয়াছিন আরাফাত জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার মুশুরিয়া গ্রাম থেকে উদ্ধার করা বাঘটি একটি ফাঁদে আটকা পড়ে। খবর পেয়ে ফাঁদসহ বাঘটি উদ্ধার করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno