আজ- ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  রাত ৯:০৮

ধর্ষণের সময় লাথি দেওয়ায় ধর্ষিতার উপর পাশবিক নির্যাতন করা হয়!

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের সখীপুরের হাতীবান্ধা ইউনিয়নের বড়চালা গ্রামে ক্ষুদ্র জাতি গোষ্ঠীর নারীকে ধর্ষণের সময় লাথি দিয়ে ধর্ষককে ফেলে দেওয়ায় ওই নারীর উপর পাশবিক নির্যাতন চালানো হয়।

বুধবার(১৬ জুন) বিকালে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে দুই আসামি এসব কথা বলেন।

আদালতে জবানবন্দি দেওয়া ওই দুই আসামি হচ্ছেন- ধর্ষিতার প্রতিবেশি স্বগোত্রীয় দিনা সরকার(৩০) ও মন্টু সরকার(৩২)।

আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে ধর্ষণ মামলার ওই দুই আসামি বলেন, বৃহস্পতিবার(১১ জুন) গভীর রাতে ওই নারীর বাড়িতে গিয়ে তারা তাকে ডেকে তুলেন। পরে পাশের বনে নিয়ে দিনা তাকে ধর্ষণ করতে যান।

ধর্ষণ শুরুর সময় ওই নারী দিনাকে লাথি দিয়ে ফেলে দেন। এতে ক্ষিপ্ত হয়ে দিনা তাকে ঘুষি মারেন। ঘুষিতে ওই নারীর কয়েকটি দাঁত পড়ে যায়। পরে তার উপর পাশবিক নির্যাতন চালানো হয়।

আসামি দিনা সরকার জবানবন্দিতে জানান, ধর্ষণ শুরু পর ওই নারী তাকে লাথি দিয়ে ফেলে দেন। এতে ক্ষিপ্ত হয়ে সে তার মুখে খুব জোরে ঘুষি মারেন। এতে ওই নারীর কয়েকটি দাঁত পড়ে যায়।

পরে তারা ওই নারীকে কামড়ে ক্ষতবিক্ষত করেন। একপর্যায়ে তার যৌনাঙ্গে হাত ঢুকিয়ে দিয়ে খামচে ধরেন।

টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানভীর আহমেদ জানান, বুধবার আসামি দিনা ও মন্টুকে আদালতে আনা হয়। তারা দু’জনেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা হাসনাত তাদের জবানবন্দি রেকর্ড করেন।

গত সোমবার(১৪ জুন) গভীর রাতে গোয়েন্দা পুলিশ জেলার নাগরপুর ও মির্জাপুর উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। পরে তাদেরকে সখীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সখীপুর থানা থেকে দিনা ও মন্টুকে ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার জন্য টাঙ্গাইলে আদালতে পাঠানো হয়। জবানবন্দি নেওয়ার পর আদালত সন্ধ্যায় তাদেরকে জেলা কারাগারে পাঠিয়ে দেন।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার ওই নারী ধর্ষণের শিকার হন। শুক্রবার ভোরে তাকে স্বজনরা প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় শনিবার(১৩ জুন) ওই নারী বাদী হয়ে সখীপুর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আদালতে জবানবন্দি দেওয়া দুজন ছাড়াও সবদুল মিয়া(২৮) নামে আরও এক ব্যক্তিকে আসামি করা হয়। পুলিশ সবদুল মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা করছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno