আজ- ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ১০:২২

নাগরপুরে চায়না জাল ধ্বংস ও দুই ব্যক্তির জরিমানা

 

নাগরপুর প্রতিনিধি:

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের বনগ্রামে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার বেড় জাল ও চারটি চায়না জাল আটক করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) বিকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ওই অভিযান চালানো হয়।

এছাড়া চায়না জাল দিয়ে মাছ ধরার অপরাধে দুইজনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহান উপজেলার গয়হাটা ইউনিয়নের বনগ্রামে অভিযান চালিয়ে একটি বেড় জাল ও চারটি চায়না জালসহ দুইজনকে আটক করে।

পরে আটককৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস ও দুইজনকে একই ধরণের অপরাধ দ্বিতীয় বার না করার শর্তে দুই হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মাছুম বিল্লাহ সহ উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রকাশ, টাঙ্গাইলের নাগরপুরের নদ-নদীর নতুন পানি থেকে দেশীয় মাছ ধরতে পেশাদার জেলে থেকে মৌসুমী মৎস্য শিকারীরা নিষিদ্ধ কারেন্ট জালের পাশাপাশি চায়না জাল ব্যবহার করছে।

ফলে মাছের ডিম থেকে শুরু করে সব ধরণের মাছ সহজেই চায়না জালে ধরা পড়ছে। নিষিদ্ধ এ সকল চায়না জালের যত্রতত্র ব্যবহার রুখতে মাঠে নেমেছে নাগরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno