আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  বিকাল ৫:৫৩

নাগরপুরে ঝুঁকিপূর্ণ সেতু ভেঙে যোগাযোগ বন্ধ

 

নাগরপুর প্রতিনিধি:

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ঝুঁকিপূর্ণ সেতুটি শুক্রবার(৯ এপ্রিল) দিনগত রাতে ভেঙে যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

ফলে নাগরপুর-দরগ্রাম ভায়া ছনকা বাজার সড়ক দিয়ে উপজেলা সদর এবং পাশের মানিকগঞ্জ জেলার দৌলতপুর, সাটুরিয়া ও ঢাকাগামী সড়কে সরাসরি যানচলাচল বন্ধ হয়ে গেছে।

স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ৯টার দিকে একটি বালুবাহী ট্রাক সেতুর ওপর উঠার পরই পাটাতন ভেঙে ট্রাকটি আটকে যায়। পরে ট্রাকটি সড়িয়ে নেওয়া হলেও সেতুর উপর দিয়ে যাতায়াত বন্ধ রয়েছে।

দীর্ঘদিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন খালের ওপর নির্মিত সেতুটি ঝুকিপূর্ণ হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহন করেনি।

জানাগেছে, নাগরপুর-দরগ্রাম ভায়া ছনকা বাজার সড়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের(এলজিইডি) সেতুটির দুই পাশের রেলিং ভেঙে ও মাঝখানে ডেবে গিয়েছিল।

এরপরও ওই সড়কে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করত। এ নিয়ে পত্র-পত্রিকায় সংবাদও প্রচারিত হয়েছে। দীর্ঘদিন যাবৎ সেতুটির এমন দশা থাকলেও সংস্কারের কোন উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।

স্থানীয়দের অভিযোগ, বার বার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের(এলজিইডি) উপজেলা প্রকৌশলীকে বিষয়টি জানানো হলেও উদাসীনতার কারণে সেতুটি ভেঙে পড়েছে।

নাগরপুর উপজেলা প্রকৌশলী(এলজিইডি) মাহবুবুর রহমান জানান, যেহেতু খালে পানি প্রবাহ বন্ধ তাই সেতুটি পুরোপুরি ভেঙে সেখানে মাটি ভরাট করে চলাচলের ব্যবস্থা করা হবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno