আজ- বুধবার | ৫ নভেম্বর, ২০২৫
২০ কার্তিক, ১৪৩২ | সকাল ১০:৪৬
৫ নভেম্বর, ২০২৫
২০ কার্তিক, ১৪৩২
৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক, ১৪৩২

নাগরপুরে নাগরিক সেবা নিশ্চিতে এমপি’র মতবিনিমিয়

নাগরপুর সংবাদদাতা:

টাঙ্গাইলের নাগরপুরে নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুর সাথে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান

হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস, উপজেলা প্রকৌশলী(এলজিইডি) মো. মাহবুবুর রহমান প্রমুখ।

এমপি বলেন, মানুষের মৌলিক চাহিদার যে ৫টি বিষয় আছে তা আমাদের নিশ্চিত করতে হবে। বিশেষ করে স্বাস্থ্য ও চিকিৎসা, কৃষি, রাস্তাঘাট সহ সকল প্রকার সেবা সমুহ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।

করোনা- বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ সর্তকতার সাথে মোকাবেলা করতে হবে। বন্যার পানি কমার সাথে সাথে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামত করে মানুষের চলাচলের উপযোগী করে গড়ে তুলতে হবে।

https://youtu.be/hrtEVPtNYvo

এছাড়া এমপি আহসানুল ইসলাম টিটু নাগরপুর উপজেলার প্রতিটি দপ্তরের সেবা নিশ্চিতে স্ব স্ব দপ্তরের কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়