আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  সন্ধ্যা ৬:০৪

নাগরপুরে লকডাউনে দোকান খোলা রাখায় ১১ ব্যবসায়ীর জরিমানা

 

নাগরপুর প্রতিনিধি:

টাঙ্গাইলের নাগরপুরে সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রেখে ব্যবসা-বাণিজ্য অব্যাহত রাখায় সোমবার(৫ এপ্রিল) সকালে নাগরপুর সদর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ১১ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহানের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত ওই অভিযান চালায়।

এ সময় সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে নাগরপুর সদর বাজারের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ১১টি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে দুই হাজার ৮০০টাকা জরিমানা করা হয়।

এসময় ভ্রাম্যমান আদালত যেসব লোক অপ্রয়োজনে ঘর থেকে বাইরে বের হয়েছেন তাদেরকে প্রাথমিকভাবে সতর্ক করেন।

এছাড়া যারা শ্রমের তাগিদে ঘর থেকে মাস্ক ছাড়া বের হয়েছেন তাদের মাঝে মাস্ক বিতরণ করেন। লকডাউন যথাযথভাবে মেনে চলতে সকলকে ঘরে থাকার আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno