আজ- ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  রাত ১০:১৫

নাগরপুরে সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

 

নাগরপুর প্রতিনিধি:

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নাগরপুর-বারিন্দা-মির্জাপুর (জেড ৪০০৮) সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকালে নাগরপুরের বটতলায় এ উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি।

জেলা সড়ক ও জনপথ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ রাস্তার রক্ষণাবেক্ষণ কাজের চুক্তিমূল্য ধরা হয়েছে ৩১ কোটি ৪৭ লাখ ৫০ হাজার ৫৩১ টাকা।

কাজটি বাস্তবায়নে রয়েছে সড়ক ও জনপথ বিভাগ টাঙ্গাইল ও এর নির্মাণ কাজ সম্পন্ন করবে ঠিকাদারী প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল সওজ’র নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার সিফাত ই জাহান, উপজেলা সহকারী

কমিশনার (ভূমি) তারিন মসরুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, ছামিনা বেগম শিপ্রা, উপজেলা প্রকৌশলী মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের

সহ-সভাপতি রিয়াজ উদ্দিন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহীদুল ইসলাম অপু, শেখ শামসুল আলম, বাজার বণিক সমিতির আহ্বায়ক মো. হাবিবুর রহমান লিটন প্রমুখ।

এর আগে উপজেলার সিংজোড়ায় এলজিইডি’র আওতাধীন ভারড়া-সলিমাবাদ রাস্তার সংস্কার কাজের ভিত্তির প্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

এ কাজের চুক্তিমূল্য ধরা হয়েছে ৪ কোটি ৩৩ লাখ ৪৮ হাজার ৯৮৭ টাকা। কাজটির বাস্তবায়নে রয়েছে উপজেলা এলজিইডি এবং এর নির্মাণ কাজ সম্পন্ন করবে গোপালপুরের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মজিবুর রহমান অ্যান্ড অবনী এন্টারপ্রাইজ।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno