আজ- ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ৭:৫২

নাট্য ব্যক্তিত্ব পাপিয়া সেলিমকে মরণোত্তর সম্মাননা প্রদান

 

দৃষ্টি নিউজ:

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সাবেক প্রেসিডিয়াম সদস্য নাট্য ব্যক্তিত্ব প্রয়াত পাপিয়া সেলিমকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়েছে।

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের গত ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা বিভাগীয় সম্মেলন ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে ওই সম্মাননা দেওয়া হয়।


নারায়নগঞ্জ জেলা পরিষদ ডাকবাংলোয় অনুষ্ঠিত সম্মেলন ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- গ্রুপ থিয়েটার ফেডারেশানের চেয়ারম্যান ও শিল্পকলা অ্যাকাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।


বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সভাপতি মন্ডলীর সদস্য উত্তম কুমার সাহার সভাপতিত্বে ওই অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফেডারেশানের সভাপতি মন্ডলীর সদস্য অনন্ত হীরা, রাজ্জাক মুরাদ, মমিন বাবু, অনিরুদ্ধ কুমার ধর, সেক্রেটারী জেনারেল(ভারপ্রাপ্ত) চন্দন রেজা, সম্পাদক মন্ডলীর সদস্য ড. চঞ্চল সৈকত, খোরশেদুল আলম, মাসুদ আলম বাবু, মাসুদ পারভেজ মিজু, শরীফ খান, কেন্দ্রীয় পরিষদের সদস্য এইচআর অনিক প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম। সম্মেলনে ৭ বিশিষ্ট নাট্যজনকে সম্মাননা দেওয়া হয়।


সম্মাননাপ্রাপ্তরা হচ্ছেন- নারায়নগঞ্জের শান্তি রঞ্জন মুখার্জী(মরণোত্তর), মুন্সীগঞ্জের আকম গিয়াস উদ্দিন, টাঙ্গাইলের চলচ্চিত্রাভিনেত্রী ও রাজনীতিক নাট্যজন পাপিয়া সেলিম(মরণোত্তর), ফরিদপুরের বীরমুক্তিযোদ্ধা শাহ ম. কাজী আমিরুল ইসলাম রুমি, গোপালগঞ্জের ক্যাণ কুমার দাস, নরসিংদীর আসাদুজ্জামান খোকন এবং কিশোরগঞ্জের মলয় কর।


টাঙ্গাইলের কৃতি সন্তান ঋদ্ধ নাট্য ব্যক্তিত্ব পাপিয়া সেলিমকে মরণোত্তর সম্মাননা দেওয়ায় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের ঢাকা বিভাগীয় কমিটির নেতৃবৃন্দকে টাঙ্গাইলের বিভিন্ন সংগঠন ও সাংস্কৃতিক ব্যক্তিরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

কৃতজ্ঞতা জ্ঞাপনকারীদের মধ্যে রয়েছে- সিডি ক্লাব, টাঙ্গাইল থিয়েটার, পাপিয়া স্মৃতি সংসদ, সংকেত নাট্যদল, নগর নাট্যদল, হঠাৎ নাট্য গোষ্ঠী ইত্যাদি।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno