আজ- ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  রাত ৩:৪২

নারীরাই দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি…….সোহেল হাজারি

 

দৃষ্টি নিউজ:

dristy-dir-30
টাঙ্গাইল-৪(কালিহাতী) আসনের উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারি বলেছেন, নারীরা এখন শুধু পুরুষের অর্ধাঙ্গিনীই নন, তারা দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি। দেশের প্রধানমন্ত্রীও একজন নারী, যাঁর নেতৃত্বে দেশ আজ নিম্ন মধ্যবিত্তের অবস্থানে পৌঁছেছে; অচিরেই মধ্যম আয়ের দেশে উন্নীত হবে ইনশাল্লাহ। তিনি বলেন, আমরা অফিস-আদালতে-কর্মক্ষেত্রে কাজ করি ৮ ঘণ্টা আর নারীরা কাজ করেন ১২ থেকে ১৮ ঘণ্টা। পৃথিবীতে প্রায় প্রত্যেক খ্যাতিমান ব্যক্তির অর্জনের পিছনে নারীরাই মূখ্য ভূমিকা পালন করেছে। তিনি শুক্রবার(২৭ জানুয়ারি) সকালে কালিহাতী উপজেলা সদরে নারী সমাবেশে বক্তব্য রাখছিলেন। তিনি নৌকা মার্কায় নারীদের ভোট প্রার্থনা করে বলেন, আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে কালিহাতীর সার্বিক উন্নয়নের পাশাপাশি নারীদের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবেন।
কালিহাতী পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক তালুকদারের সভাপতিত্বে ওই নারী সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবুল হোসেন কুলীন, সাধারণ সম্পাদক আনছার আলী বিকম, আ’লীগ নেতা আসলাম সিদ্দিকী ভুট্টু, পৌর কাউন্সিলর রেজিয়া আক্তার, ফিরোজা আক্তার, জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মির্জা আনোয়ার হোসেন বাবুল প্রমুখ।
উল্লেখ্য, আগামী ৩১ জানুয়ারি টাঙ্গাইল-৪(কালিহাতী) আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno