আজ- ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  সকাল ৬:৫৮

নয়া নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়…..রুহুল কবীর রিজভী

 

দৃষ্টি নিউজ:

dristy-dir-95বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, নবগঠিত নির্বাচন কমিশন দিয়ে একটি অবাধ, সুষ্ঠু, নিরপে, শান্তিপূর্ণ, সবার কাছে গ্রহণযোগ্য ও প্রভাবমুক্ত নির্বাচন সম্ভব নয়। নির্বাচন কমিশনের যিনি প্রধান হয়েছেন তার সাথে সরকারের ঘনিষ্ঠ সর্ম্পক রয়েছে। তিনি জনতার মঞ্চের লোক ছিলেন। যারা শৃঙ্খলা ভঙ্গ করে তাদের পে নিরপে কাজ করা কঠিন। সার্চ কমিটির সুপারিশ গ্রহণ না করে বেছে বেছে বর্তমান সরকার ও দলের অনুগত লোকদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা তীব্র হওয়ার আগেই তাঁর সরে যাওয়া উচিৎ বলেও মন্তব্য করেন তিনি। তিনি বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলে শহীদ মির্জা আবু রায়হান জগলুর ৩০তম মৃত্যু বাষিকী উপলে আয়োজিত স্মরণসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন। টাঙ্গাইল শহীদ মিনারে বাস ভাড়া আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ জগলুর ৩০তম স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ছাত্রলীগ ও যুবলীগকে সরকার লেলিয়ে দিয়েছে বিএনপির হরতালসহ বিভিন্ন কর্মসূচি পন্ড করতে। হল ও জমিদখল এবং টেন্ডারবাজিতে জড়িয়ে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা নিজেরা নিজেদের হত্যা করছে। তিনি বলেন, এ সরকারের নিয়ন্ত্রণে বিচারিক আগ্রাসন চলছে। বিএনপি চেয়ারপারসনসহ প্রতিটি নেতাকর্মী এ আগ্রাসনের শিকার। মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে প্রতিটি নেতাকর্মীকে। এর ফলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনকে আদালতে হাজিরা দিতে গিয়ে না খেয়ে সারাদিন অপেক্ষা করতে হয়। তিনি আরো বলেন, বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিল বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আওয়ামীলীগ সরকারের হাতে আজ গণতন্ত্র ভূলন্ঠিত। এর ফলে গণমাধ্যম হারিয়েছে তার স্বাধীনতা। ভোটের অধিকার প্রতিষ্ঠা আর গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে আনতে দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।
টাঙ্গাইল জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার রাশেদুল আলমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সরফত আলী সপু, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) আব্দুস সালাম আজাদ ও শহীদুল ইসলাম বাবলু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল আলম তোফা, সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুর রহমান খান শফিক প্রমুখ।
আর আগে বিএনপি নেতারা শহীদ জগলুর কবর জিয়ারত ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno