আজ- ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ১১:২১

পবিত্র ঈদে মিলাদুন্নবী(সা.) কাল

 

দৃষ্টি নিউজ:

আগামিকাল বুধবার(২০ অক্টোবর), ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। এ দিন মানব জাতির শিরোমণি মহানবী হজরত মুহম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস।

এরআগে গত বৃহস্পতিবার(৭ অক্টোবর) বাংলাদেশের কোথাও ১৪৪৩ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় ২০ অক্টোবর পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনের সিদ্ধান্ত নেয় জাতীয় চাঁদ দেখা কমিটি।


ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে ৭ অক্টোবর(বৃহস্পতিবার) সন্ধ্যায় ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের আকাশে গত ৭ অক্টোবর(বৃহস্পতিবার) কোথাও ১৪৪৩ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

ফলে ৮ অক্টোবর(শুক্রবার) পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ৯ অক্টোবর শনিবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা করা হবে। সেই পরিপ্রেক্ষিতে, আগামি ১২ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি, ২০ অক্টোবর, বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।’

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno