আজ- ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  দুপুর ২:৫৩

পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে :: কাল থেকে রোজা

 

দৃষ্টি নিউজ:

খোঁশ আমদেদ মাহে রমজান। ১৪৪২ হিজরী সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামিকাল বুধবার(১৪ এপ্রিল) থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু।

মঙ্গলবার(১৩ এপ্রিল) দিনগত রাতেই স্বাস্থ্যবিধি মেনে সরকারি নির্দেশনা মোতাবেক তারাবিহ নামাজ অনুষ্ঠিত হবে।

তারাবিহতে সর্বোচ্চ ২০ জন মুসল্লির অংশগ্রহণের মাধ্যমে মাহে রমজানের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। আগামি ৯ মে(রোববার) দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে।

মঙ্গলবার বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এক প্রেস ব্রিফিংয়ে মাহে রমজানের চাঁদ দেখার ঘোষণা দেন।

মঙ্গলবার এশার নামাজের পর তারাবি পড়বেন রোজাদাররা। শেষ রাতে সাহরি খেয়ে রোজা রাখবেন সকল মুসলমানরা।

তবে করোনা মহামারি কারণে ধর্মপ্রাণ মুসলমানরা অনেকটা ঘরবন্দি অবস্থায় এবার রোজা পালন করতে যাচ্ছেন।

আগামিকাল থেকে সর্বাত্মক লকডাউন শুরু হচ্ছে। ফলে মসজিদে ওয়াক্তের নামাজসহ তারাবির জামাতে ২০ জনের বেশি মুসল্লি অংশগ্রহণে রয়েছে সরকারি নিষেধাজ্ঞা।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno