আজ- ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ৬:৪৭

পরিবেশবিদ সোসাইটির পরিবেশ দিবস উদযাপন

 

দৃষ্টি নিউজ:

‘একটাই পৃথিবী : প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন’ প্রতিপাদ্যে রোববার(৫ জুন) রাতে বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটি এক আলোচনা সভার আয়োজন করে।


অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ডক্টর মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ ইন্সটিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) প্রেসিডেণ্ট মো. ফজলে রেজা সুমন, খুলনা বিশ্ববিদ্যালয় পরিবেশ বিজ্ঞান বিভাগ অধ্যাপক প্রফেসর ডক্টর আতিকুল ইসলাম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মো. আবদুস সালাম,

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মো. এমদাদুল হক, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মো. হাসিবুর রহমান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মো. আলিম মিয়া, সেণ্টরর ফর এনভায়রমেন্ট অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (সিইজিআইএস) এর পরিবেশ বিশেষজ্ঞ ডক্টর শিবলি সাদিক, মীর সিরামিকসের সহকারী মহাব্যবস্থাপক শাহেদুজ্জামান, দ্যা সিটি ব্যাংক লিমিটেডের সাসটেইন্যাবল ফাইন্যান্স ম্যানেজার মোল্যা কারিমুল ইসলাম প্রমুখ।


ইউনিভার্সিটি অব প্রিন্স আইল্যান্ড কানাডার পোষ্ট ডক্টরাল ফেলো পরিবেশবিদ ডক্টর আমিনুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটির সভাপতি পরিবেশবিদ ডক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান,

নির্বাহী পরিচালক পরিবেশবিদ মো. আরিফুর রহমান, পরিবেশবিদ আবু জুবায়ের, আনোয়ার জাহিদ, শেখ আবু জাহিদ, মো. আব্দুল কাদের তালুকদার, নির্বাহী সদস্য একেএম হুমাযুন কবির, এফএম আশরাফুল আলম, আতিকুর রহমান, মো. মুস্তাফিজুর রহমান, তানজিমা হক তৃষা প্রমুখ।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno