আজ- ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  সকাল ৬:২০

পার্ক বাজারের ছয় আলু ব্যবসায়ীর জরিমানা

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি দামে আলু বিক্রি করায় ছয় আলু ব্যবসায়ীকে ৩১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) শহরের পার্ক বাজারে সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খাইরুল ইসলামের নেতৃত্বধীন ভ্রাম্যমাণ আদালত ওই পরিচালনা করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খাইরুল ইসলাম জানান, মূল্য তালিকা না থাকা ও সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি দামে আলু বিক্রি করায় পার্ক বাজারের ছয় আলু ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

এসময় আলু ব্যবসায়ী রুবেলকে ১০ হাজার, সোহেলকে পাঁচ হাজার, আ. ছবুরকে এক হাজার, আবু ছাইদকে পাঁচ হাজার, শহীদকে পাঁচ হাজার এবং কাশেমকে পাঁচ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারায় ওই জরিমানা করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno