আজ- ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  সকাল ৮:০৬

পুলিশের গুলিতে শহীদ কৃষক আতিকের পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

 

ঘাটাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগলকান্দি ইউনিয়নের বসুবাড়ি গ্রামের শহীদ কৃষক আতিকুর রহমান আতিকের পরিবারকে প্রধানন্ত্রীর ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ মে) বিকালে কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের নেতৃত্বে কৃষকলীগের নেতারা শহীদ আতিকের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দেন।

এর আগে নেতৃবৃন্দ শহীদ কৃষক আতিকের কবরে পু®পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি রেজাউল করিম হিরন, যুগ্ম-সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, ডা. হাবিবুর রহমান মোল্লা, সাগিরুজ্জামান সাকিক, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, সহ-দপ্তর

সম্পাদক শওকত শানু, টাঙ্গাইল জেলা কৃষকলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম মাস্টার, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুদ্দিন সামস, ঘাটাইল উপজেলা কৃষকলীগের আহ্বায়ক অ্যাডভোকেট একেএম

শফিকুল ইসলাম চৌধুরী দুলাল, যুগ্ম-আহ্বায়ক এসএম শোয়েব রানা, রাসেল খান, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সহ কৃষক লীগের কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশ, ১৯৯৫ সালের ৭ মার্চ তৎকালীন বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের সময় নির্ধারিত মূল্যে সারের দাবিতে আন্দোলনরত অবস্থায় পুলিশের গুলিতে কৃষক আতিকুর রহমান আতিক নিহত হন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno