আজ- ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  রাত ৯:৩৯

প্রতিবন্ধী শিশু-কিশোরদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল সদর উপজেলার চরাঞ্চল পাকুল্লা উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবন্ধী শিশু-কিশোরদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১০ ফেব্রুয়ারি) প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা(ডিপিওডি) এর আয়োজনে উইফা ফাউন্ডেশনের অর্থায়নে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিেিসবে প্রতিযোগিতার উদ্বোধন করেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. মোশারফ হোসেন খান।

ডিপিওডি- টাঙ্গাইলের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, ছিলিমপুর ইউপি চেয়ারম্যান মো. সাদেক আলী, সাবেক চেয়ারম্যান হাসমত আলী, বাংলাদেশ হ্যান্ডিক্যাপ-ইন্টান্যাশনাল হিউম্যানিটি অ্যান্ড ইনক্লুশান ডেপুটি অপারেশনের কো-অর্ডিনেটর মো. শফিকুল ইসলাম, টাঙ্গাইল ডিপিওডি পরিচালক মো. শহীদুল ইসলাম।

প্রতিযোগিতায় চরাঞ্চলের প্রতিবন্ধী শিশু-কিশোররা বিভিন্ন ইভেন্টে অংশ নেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno