আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  রাত ৯:৪৭

বঙ্গবন্ধসেতুতে একদিনে প্রায় ৫২ হাজার যান পারাপার

 

দৃষ্টি নিউজ:

বঙ্গবন্ধুসেতু দিয়ে একদিনে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক যানবাহন পারাপার হয়েছে। মঙ্গলবার (১১ মে) সকাল ৬টা থেকে বুধবার (১২ মে ) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতুর উপর দিয়ে

বাস, ট্রাক, পিকআপ, মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ অন্যান্য পরিবহন মিলিয়ে ৫১ হাজার ৯৪২টি যানবাহন পারাপার হয়েছে।

এসব যানবাহন থেকে সেতুর পশ্চিম ও পূর্ব পাড় টোলপ্লাজা থেকে টোল আদায় হয়েছে দুই কোটি ৭৩ লাখ ৮হাজার ৭৩০ টাকা- যা গত ২৪ ঘণ্টার তুলনায় বেশি।

এর আগে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার ৬টা সকাল পর্যন্ত) ৪১ হাজার ৬২৫টি গাড়ি সেতু পারাপার হয়েছে।

টোল আদায় হয়েছিল দুই কোটি ৫৬ লাখ ১৮ হাজার ৫০০ টাকা। বঙ্গবন্ধু সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno