আজ- ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  বিকাল ৩:১০

বঙ্গবন্ধুর দর্শন ছিল অসাম্প্রদায়িক :: আবুল হাসান চৌধুরী

 

দৃষ্টি নিউজ:

dristy-d-34
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী কায়সার বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের প্রকৃত সম্মান প্রতিষ্ঠিত হয়। আওয়ামী লীগের ইতিহাস মানে বাংলাদেশের ইতিহাস। স্মৃতিচারণ করে তিনি বলেন, হঠাৎ করে বাংলাদেশ স্বাধীন হয়নি। যারা বাংলাদেশের স্বাধীনতা বিনির্মানে ক্ষেত্র প্রস্তুত করেছেন তারা অনেক ত্যাগ স্বীকার করেছেন। তিনি বুধবার(১৫ ফেব্রুয়ারি) বিকালে সাবেক রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত বিচারপতি আবু সাঈদ চৌধুরীর নামে কালিহাতী-রতনগঞ্জ সড়কের নামকরণকৃত ফলক উন্মোচনকালে এসব কথা বলেন।
অাবুল হাসান চৌধুরী কায়সার আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর দর্শন ছিল সহনশীল, ধর্মনিরপেক্ষ এবং অসাম্প্রদায়িক। সেই চেতনায় উদ্বুদ্ধ হয়েই আমাদের কাজ করতে হবে। তিনি বলেন, আমি সংবাদপত্রের শতভাগ স্বাধীনতায় বিশ্বাসী। কিন্তু দায়িত্বশীলতা থাকতে হবে। সড়ক উদ্বোধনের অাগে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চেীধুরীর ছোট ছেলে আবুল কাশেম চৌধুরী, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনসার আলী বিকম, কালিহাতী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মিজানুর রহমান মজনুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno