আজ- ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  দুপুর ১২:০৪

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সরকার কাজ করে যাচ্ছে :: কৃষিমন্ত্রী

 

দৃষ্টি নিউজ:

আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ডক্টর মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে সকল মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে বাঙালি জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছে।

বঙ্গবন্ধু আমাদের স্বপ্ন দেখিয়ে ছিলেন ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত, সুখী-সমৃদ্ধ স্বাধীন একটি বাংলাদেশের। যেটিকে তিনি সোনার বাংলা বলতেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে বর্তমান সরকার কাজ করছে। শনিবার(৫ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রশাসন আয়োজিত ৫১তম জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


এরআগে শনিবার সকালে মধুপুর উপজেলা পরিষদ চত্বরে পতাকা উত্তোলন করে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু, মধুপুর পৌরসভার মেয়র আলহাজ্ব সিদ্দিক হোসেন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির,

সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার আব্দুল গফুর মন্টু, মির্জা বাড়ি ইউপি চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক, বঙ্গবন্ধু কৃষি পদকপ্রাপ্ত সমবায়ী কৃষক ছানোয়ার হোসেন, ইদিলপুর বহুমুখী আনারস চাষী সমিতির সভাপতি ফজলুল হক প্রমুখ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার সাইফুল ইসলাম। পরে কৃষিমন্ত্রী সেরা সমবায়ীদের হাতে ক্রেস্ট প্রদান করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno