আজ- ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  রাত ৮:২৮

বঙ্গবন্ধু কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ পরিষদের স্মারকলিপি

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে ছয় দফা দাবিতে বঙ্গবন্ধু কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ পরিষদের উদ্যোগে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার(১৯ অক্টোবর) সকালে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জামিরুল ইসলাম ওই স্মারকলিপি গ্রহন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এ সময় টাঙ্গাইল জেলা বঙ্গবন্ধু কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ পরিষদের আহ্বায়ক মো. আবুল কাশেম খান, সদস্য সচিব মো. আনোয়ার হোসেন সহ পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ছয় দফা দাবির মধ্যে রয়েছে, ১ নভেম্বর থেকে স্বাস্থ্য বিধি মেনে কিন্ডারগার্টেন স্কুল ও কলেজগুলো খোলার অনুমতি প্রদান, স্ব-উদ্যোগে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠিানগুলোকে রক্ষার জন্য এ খাতকে ‘শিক্ষা উদ্যোক্তা’ ঘোষণা করা, সহজ শর্তে ও স্বল্প সুদে ব্যাংক ঋণের

ব্যবস্থা করা, শিক্ষকদের জন্য প্রশাসনের মাধ্যেমে অর্থিক ও খাদ্য সহায়তার ব্যবস্থা করা, কিন্ডারগার্টেন স্কুলগুলোর জন্য একটি পৃথক বোর্ড গঠন করা বা একটি রেগুলেটরি কমিশন গঠন করা ও কিন্ডারগার্টেন স্কুুল নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ করা।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno