আজ- ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  রাত ৪:৪৮

বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে ২০ কিমি যানজট

 

দৃষ্টি নিউজ:

বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে বৃষ্টি ও পৃথক দুর্ঘটনার কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৭ জুন) রাত থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় থেকে রাবনা বাইপাস পর্যন্ত দীর্ঘ ২০ কিলোমিটার ব্যাপী যানজটের সৃষ্টি হয়।

যানজটের কারণে নারী ও শিশুরা বিপাকে পরেছেন। অন্যদিকে কাঁচামাল বোঝাই ট্রাকগুলো নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারায় সঠিক দাম পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন মালিকরা।


পুলিশ জানায়, সোমবার দিনগত রাতে কয়েক ঘণ্টা টানা বৃষ্টির কারণে মহাসড়কে ধীর গতিতে যানবাহন চলতে থাকে। এ অবস্থায় রাত ১২ টার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে ট্রাকের সাথে অন্য একটি গাড়ির সংঘর্ষে দুই জন আহত হয়।

পুলিশ গাড়ি দুটি সড়িয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় নিয়ে যায়। এছাড়াও মহাসড়কের ভূঞাপুর লিংক রোডে মধ্য রাতে দুর্ঘটনা হয়। এ কারণে রাত থেকে যানজটের সৃষ্টি হয়।


ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ(ওসি) শফিকুল ইসলাম জানান, গাড়িগুলো সরিয়ে নেওয়া হয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno