আজ- ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  দুপুর ২:৫৪

বন্ধ হলো রাষ্ট্রায়ত্ব ২৫ পাটকল

 

দৃষ্টি নিউজ:

রাষ্টায়ত্ব ২৫টি পাটকল বন্ধ সহ গোল্ডেন হ্যান্ডশেকের আওতায় শ্রমিকদের অবসায়ন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) রাতে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিজেএমসি’র নিয়ন্ত্রণাধীন এ মিলগুলো বন্ধ ঘোষণা করা হয়।

ওই মন্ত্রণালয়ের সচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি সকল মিলের নোটিশ বোর্ডে টানিয়ে শ্রমিকদের অবহতি করা হয়েছে। এর আগে গেল ২-৩ দিন ধরে খুলনা শিল্পাঞ্চল এলাকায় ব্যাপক পুলিশ মোতায়ন করা হয়। তবে কোন তারিখের মধ্যে শ্রমিকদের পাওনা প্রদান কারা হবে তা এই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

একদিকে মিল বন্ধ অন্যদিকে ১২ থেকে ১৫ সপ্তাহ মজুরি বকেয়া থাকায় শ্রমিকদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে । শ্রমিক পরিবারের ঘরে চলছে নীরব কান্নার আহাজারী। এদিকে রাষ্ট্রায়ত্ব পাটকল রক্ষা সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের বৈঠক শনিবার(৩ জুলাই) অনুষ্ঠিত হবে।

জানা যায়, গত ২৫ জুন রাষ্ট্রায়ত্ব ২৫টি পাটকল বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নেয় সরকার। মিল বন্ধের প্রতিবাদে শ্রমিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাষ্ট্রায়ত্ব পাটকল রক্ষা সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদ গত ২৮ জুন সংবাদ সম্মেলনের মাধ্যেমে ২ দিনের আল্টিমেটাম দিয়ে অনশন কর্মসূচি ঘোষণা করেন। অবস্থান, বিক্ষোভ, সমাবেশ সহ শ্রমিক আন্দোলন শুরু হয়। এই আন্দোলনে শ্রমিক পরিবারে স্কুল-কলেজ পড়ুয়া সন্তানরাও অংশ নেয়।

শ্রমিকদের বুক ফাটা শ্লোগানে গোটা শিল্পাঞ্চল এলাকা ভারী হয়ে ওঠে। ২ দিনের মধ্যে মিল বন্ধের নোটিশ না দেয়ায় শ্রমিক নেতারা অনশন সহ সকল কর্মসূচি স্থগিত ঘোষনা করে। এরই মধ্যে খালিশপুর পিপলস গোল চত্বর, দৌলতপুর জুট মিল গেট, আটরা ইর্ষ্টান মিল গেট ও নওয়াপাড়া শিল্প এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়।

পাটকল বন্ধ সহ গোল্ডেন হ্যান্ডশেকের আওতায় শ্রমিকদের অবসায়নের প্রজ্ঞাপন বৃহসপতিবার রাত সাড়ে ৮টায় প্রথমে প্লাটিনাম, রাত পৌনে ৯টায় ক্রিসেন্ট, এর পর পরই খালিশপুর, দৌলতপুর, দিঘলিয়ার ষ্টার, আটরা শিল্প এলাকার ইর্ষ্টান ও নওয়াপাড়া শিল্প এলাকার কার্পেটিং জেজেআই জুট মিলের নোটিশ বোর্ডে টানিয়ে দেয়া হয়।

মিল বন্ধের খবর দ্রুত ছড়িয়ে পড়লে মুহুর্তের মধ্যে হাজার হাজার শ্রমিক স্ব স্ব মিল গেটে সমবেত হয়। প্রজ্ঞাপন পড়ে একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন। শ্রমিকদের আহাজারীতে ভারী হয়ে ওঠে শিল্পাঞ্চলের আকাশ বাতাস। রাত ১০টায় মিলের শেষ হুইশাল শুনে শ্রমিকরা গেট ত্যাগ করেন।

শ্রমিকরা জানায়, ১২ থেকে ১৫ সপ্তাহ পর্যন্ত মজুরী ও কর্মকর্তা- কর্মচরীদের ২মাসের বেতন বকেয়া রয়েছে। বকেয়া মজুরী না পেলে পরিবার পরিজন নিয়ে অনাহারে থাকতে হবে। এই ২মাস কি ভাবে চলবো, ছেলে-মেয়েদের মুখে কি ভাবে খাবার তুলে দেব। এখন মৃত্যু ছাড়া কোন উপায় নেই । হঠাৎ করে মিলটির উৎপাদন বন্ধ ঘোষণা করায় অনিশ্চয়তার মুখে পড়েছে শ্রমিকরা।

শুক্রবার(২ জুলাই) ভোর থেকেই অনেকে মিল এলাকা ত্যাগ করে গ্রামের বাড়ি যেতে বাধ্য হচ্ছে বলেও জানান শ্রমিকরা। অস্থায়ী কর্মরত শ্রমিকরা বলেন, মিল বন্ধ হওয়ায় চরম ক্ষতিগ্রস্ত হয়েছি। কোন সুবিধাই পাবোনা । সন্তানদের লেখা পড়া বন্ধ হয়ে যাবে। বাড়ি ফিরতে হবে শুন্য হাতে ।

রাষ্ট্রায়ত্ব পাটকল রক্ষা সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের আহবায়ক আ. হামিদ সরদার বলেন, আমরা এখন অসহায়। এই পরিস্থিতিতে এককালীন শ্রমিকদের পাওনা পরিশোধ ও পনুরায় মিল গুলো চালানোর জন্য সরকাররে কাছে দাবি জানান তিনি ।

শনিবার সকালে খালিশপুর প্লাটিনাম জুবিলী জুট মিলস এমপ্লায়ীজ ইউনিয়নে রাষ্ট্রায়ত্ব পাটকল রক্ষা সিবিএ নন সিবিএ সংগ্রাম পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান আ. হামিদ ।

বাংলাদেশ পাটকল কর্পোরেশনের বিজেএমসি’র খুলনা আঞ্চলিক সমন্বয়কারী বনিজ উদ্দীন মিয়া জানান, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন বাংলাদেশ পাটকল কর্পোরেশনে প্রেরন করা হয়।

এই প্রজ্ঞাপন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য বিজেএমসি’র সচিব এএফএম এহতেশামূল হক স্ব স্ব মিলের প্রকল্প প্রধানকে নির্দেশ দিয়েছেন। সে অনুযায়ী ১ জুলাই থেকে ২৫টি পাটকলের শ্রমিকদের অবসান সহ মিলে উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে খুলনা অঞ্চলের ৯টি পাটকলের মধ্যে ৮টি মিলের স্ব স্ব নোটিশ বোর্ডে এ প্রজ্ঞাপন টানিয়ে দেয়া হয়েছে। সরকারের পরবর্তী সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত মিলের সাইলেন বন্ধ থাকবে।

পাট মন্ত্রণালয় সচিব স্বাক্ষরিত গত ৩০ জুন প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, সরকারি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিজেএমসি’র নিয়ন্ত্রনাধীন ২৫টি পাটকলের শ্রমিকদের চাকুরি গোল্ডেন হ্যান্ডশেক সুবিধার আওতায় অবসান সহ উৎপাদন কার্যক্রম ১ জুলাই থেকে সম্পূর্ণরুপে বন্ধ ঘোষণা করা হলো। তবে শ্রমিকদের সকল পাওনা শ্রম আইনের ২০০৬ এর সংশ্লিষ্ট ধারার বিধানমতে পরিশোধের করা হবে।

এদিকে পাটকল বন্ধ ও শ্রমিকদের অবসায়নের বিষয় নিয়ে সরকার বেশ কয়েটি সিদ্ধান্ত নিয়েছে। পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. খুরশীদ ইকবাল রেজভী স্বাক্ষরিত দপ্তারাদেশে এই সিদ্ধান্ত গুলো জানানো হয়েছে।

সিদ্ধান্ত গুলো মধ্যে রয়েছে, শ্রম আইন ২০০৬ এর উপ-ধারা (৩) অনুযায়ী নোটিশ মেয়াদের অর্থাৎ ৬০ দিনের মজুরী, চাকুরি বিধি অনুযায়ী প্রাপ্য গ্রাচ্যুইটি, পিএফ তহবিলে জমাকৃত সমুদয় অর্থ ও প্রাপ্য গ্রাচ্যুইটির উপর নির্ধারিত হারে গোল্ডেন হ্যান্ডশেকে সুবিধা প্রদান। কর্মরত ও অবসরকৃত শ্রমিকদের যাবতীয় পাওনা অনধিক ২লাখ টাকার ক্ষেত্রে ১০০% নগদে প্রদান করা হবে।

২ লাখ টাকার অধিক পাওনার ক্ষেত্রে ৫০% নগদে ও ৫০% ৩মাস অন্তর মুনাফা ভিক্তিক সঞ্চয় পত্রের মাধ্যমে ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট হতে যথাশীঘ্র সম্ভব পরিশোধ করা হবে । নগদে পরিশোধ্য পাওনা ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্রের পাওনা সংশ্লিষ্ট শ্রমিককে নির্ধারিত ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে পরিশোধ করা হবে। বিজেএমসি’র অন্যান্য দায় দেনা ২০২১-২০২২ অর্থ বছরে পরিশোধ করা হবে।

বিজেএমসি ও মিলগুলির স্থাবর /অস্থবর সম্পত্তি, যন্ত্রপাতি, তৈরী পন্য,কাচা মালের পরিপূর্ণ তালিকা তৈরি এবং সে গুলো রক্ষাণাবেক্ষনের জন্য উপযুক্ত কর্মকর্তাদের সমন্বয়ে স্থান ও মিল ভিক্তিক পৃথক ট্যাস্কফোর্স গঠন করা হবে।

উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণার পরে প্রতিটি মিলের নিরাপত্তার দায়িত্ব আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত যৌথ নিরাপত্তা দলের উপর ন্যস্ত করা হবে।

বিজেএমসি’র অর্থায়নে পরিচালিত বিভিন্ন মিলের প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণ/ এমপিও ভুক্ত করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা/ শিক্ষা মন্ত্রনালয়কে অনুরোধ জানানো হবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno