আজ- ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  দুপুর ১:২৮

বাংলাদেশের টাইগ্রেসদের হ্যাটট্রিক জয়

 

দৃষ্টি স্পোর্টস:

কমনওয়েলথ গেমসের বাছাইপর্বের প্রথম ম্যাচে বাংলাদেশের নারী ক্রিকেট দল স্বাগতিক মালয়েশিয়া ও দ্বিতীয় ম্যাচে কেনিয়াকে বড় ব্যবধানে হারায়।

সে ধারাবাহিকতায় তৃতীয় ম্যাচেও বড় জয় পেয়েছে টাইগ্রেসরা। রোববার (২৩ জানুয়ারি) সকালে স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে বাংলাদেশ ৯ উইকেটে ম্যাচ জিতেছে।


কুয়ালালামপুরের কিনরারা অ্যাকাডেমি মাঠে বাংলাদেশের জয়ের লক্ষ্য ছিল মাত্র ৭৮। ১৫ দশমিক ২ ওভারে ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয় নিগার সুলতানার দল। অবশ্য রান তাড়া করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ।

অধিনায়ক ক্যাথরিন ব্রাসির বলে উইকেটের পেছনে সারা ব্রাসির হাতে ক্যাচ দিয়ে আউট হন শামীমা সুলতানা। মুর্শিদা ৫৫ বলে ৬টি চার ও ১ ছক্কায় অপরাজিত ৫০ রান করেন। ৩৬ বলে ১ চারে অপরাজিত ২০ রান করেন ফারজানা।


এর আগে টস জিতে ব্যাট করতে নামা স্কটল্যান্ডের ইনিংস ৭৭ রানে গুটিয়ে যায়। বল হাতে বাংলাদেশের সালমা খাতুন, সুরাইয়া আজমিন, নাহিদা আক্তার ও সানজিদা আক্তার মেঘলা ২টি করে উইকেট নেন।

১টি উইকেট নেন রিতু মনি। বাছাইপর্বের শেষ ম্যাচে সোমবার সকালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno