আজ- ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  দুপুর ২:৪৪

বাংলাদেশ ঘুষ নির্মূল পার্টি’র আত্মপ্রকাশ

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে সংবাদ সম্মেলন করে ‘আর নয় কান্না/ আসছে সুখের বন্যা; দখল যার জমি তাঁর’ স্লোগান নিয়ে ‘বাংলাদেশ ঘুষ নির্মূল পার্টি নামে একটি নয়া রাজনৈতিক দলের আত্মপ্রকাশের ঘোষণা দেয়া হয়েছে। সোমবার(১১ ডিসেম্বর) দুপুরে পার্টির স্বঘোষিত চেয়ারম্যান মো. আকবর হোসেন ওরফে ফাইটন এ ঘোষণা দেন।
এ সময় পার্টির মহাসচিব সেলিনা হোসেন, কর্মী মো. কবির হোসেন, মো. আব্দুল বাছেদ, নুর মোহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ঘুষ নির্মূল পার্টির আত্মপ্রকাশ ঘোষণা করে মো. আকবর হোসেন ফাইটন বক্তব্যে জানান, সমাজ থেকে ঘুষ-দুর্নীতি, অনিয়ম-অনাচার নির্মূল করতে সামাজিক আন্দোলন বেগবান করতেই এ রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। গ্রাম-গঞ্জে জমি নিয়ে বিরোধ সবচেয়ে বেশি। তাই পার্টির স্লোগান হচ্ছে ‘দখল যাঁর জমি তাঁর’। তিনি জানান, নির্বাচন কমিশনে বাংলাদেশ ঘুষ নির্মূল পার্টির নিবন্ধনের বিষয়ে আলাপ-আলোচনা হয়েছে; যথা সময়ে নিবন্ধন করা হবে। তিনি আরো জানান, টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার নিকলা গোপাল গ্রামে বর্তমানে বাংলাদেশ ঘুষ নির্মূল পার্টির অস্থায়ী কার্যালয় রয়েছে। অচিরেই রাজধানীতে স্থায়ী কার্যালয় নেওয়া হবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno