আজ- মঙ্গলবার | ২ ডিসেম্বর, ২০২৫
১৭ অগ্রহায়ণ, ১৪৩২ | সন্ধ্যা ৭:০২
২ ডিসেম্বর, ২০২৫
১৭ অগ্রহায়ণ, ১৪৩২
২ ডিসেম্বর, ২০২৫, ১৭ অগ্রহায়ণ, ১৪৩২

বাক্সের ওজন বেশি- কেজিতে মিষ্টি কম :: জরিমানা ২৬ হাজার টাকা

কালিহাতীতে ভ্রাম্যমান আদালতের অভিযান

কালিহাতী প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতীতে ভোক্তাদের সাথে প্রতারণা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াকরণের দায়ে মিষ্টির দোকানসহ পাঁচটি দোকানে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ২৬ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। রোববার (৬ জুলাই) দুপুরে উপজেলা সদরের বাসস্ট্যাণ্ডে ইউএনও খায়রুল ইসলামের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত ওই অভিযান চালান।

 

 

 

 

 

 

আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলামের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন মিষ্টির দোকান ও হোটেলে অভিযান পরিচালনা করেন। মিষ্টির বক্সের ওজন বেশি দেখিয়ে গ্রাহকদের সাথে প্রতারণা এবং দইয়ে পরিমাণে কম দেওয়ার বিষয়টি পরিলক্ষিত হয়। এছাড়া দোকানের পরিবেশ অনেকটাই অস্বাস্থ্যকর দেখা যায়।

 

 

 

 

 

 

উল্লেখিত অনিয়মের দায়ে দয়াময়ী হোটেলকে ১০ হাজার টাকা, বিনিময় হোটেলকে পাঁচ হাজার টাকা, মৌচাক মিষ্টান্ন ভাণ্ডারকে তিন হাজার টাকা, নিমন্ত্রণ হোটেলকে পাঁচ হাজার ও অপর একটি দোকানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ব্যবহার অনুপোযোগী মিষ্টির কিছু বাক্স জনসমক্ষে ধ্বংস করা হয়।

 

 

 

 

 

 

 

 

ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম জানান, হোটেল-মিষ্টির দোকানের পরিবেশ স্বাস্থ্যকর রাখতে হবে। পণ্য বিক্রিতে ভোক্তার স্বার্থ সংরক্ষণ করা বাধ্যতামূলক। কেউ ভোক্তার স্বার্জ পরিপন্থি কাজ করতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

 

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়