আজ- ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  বিকাল ৫:৪৯

বাঙালি এখন আর ভিক্ষুকের জাতি নয় :: কৃষিমন্ত্রী

 

দৃষ্টি নিউজ:

আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বার কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, বাঙালি এখন আর ভিক্ষুকের জাতি নয়। বাংলাদেশও ভিক্ষুকের দেশ নয়।

বিদেশি সাহায্যের উপর বাংলাদেশ এখন আর নির্ভরশীল নয় বরং বাঙালিরা আত্মনির্ভরশীল জাতি। এক সময় দুর্যোগ হলেই বাংলাদেশকে অন্যের কাছে হাত পাততে হতো।

কিন্তু এখন শত প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও বাংলাদেশকে পৃথিবীর কারও কাছে হাত পাততে হয় না।

মন্ত্রী শনিবার(৩ জুলাই) তাঁর সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রশাসন আয়োজিত ‘ভিক্ষুক পুনবার্সন কেন্দ্র’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বার ড. আব্দুর রাজ্জাক বলেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু উপলব্ধি করেছিলেন, ভিক্ষুকের জাতির কোন সম্মান থাকে না। পৃথিবীতে মাথা উঁচু করে- সম্মান নিয়ে চলতে হলে আমাদের স্বনির্ভর হতে হবে।

কারো কাছে হাত পাতলে চলবে না। তাই তিনি বাংলাদেশকে সব দিক দিয়ে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছিলেন।

আজকে খুবই আনন্দের বিষয় তাঁর সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন সর্বক্ষেত্রে মাথা তুলে দাঁড়িয়েছে।

শুধু দেশের উন্নয়ন কার্যক্রম পরিচালনা নয় বরং প্রাকৃতিক দুর্যোগেও বাংলাদেশকে কারো কাছে হাত পাততে হয় না। কারও সাহায্যের উপর নির্ভর করতে হয় না।

ধনবাড়ী উপজেলাকে ভিক্ষুকমুক্ত করতে উপজেলা প্রশাসন ১০জন ভিক্ষুককে দুইটি দোকান নির্মাণ করে দিয়েছে।

এ দোকান থেকে পাওয়া ভাড়া ভিক্ষুকরা নিজেরা ব্যয় করবেন। এতে করে তাঁদেরকে আর ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতে হবে না।

অনুষ্ঠানে টাঙ্গাইলের জেলা প্রশাসক ডক্টর মো. আতাউল গণি, ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, উপজেলা নির্বাহী অফিসার শেখ শামছুল আরেফীন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno