আজ- ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  রাত ২:৩৮

বিশ্বে বাংলাদেশ একটি বিস্ময় :: প্রফেসর ডা. কামরুল হাসান খান

 

রুমি খান:

dristy-dir-94
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. কামরুল হাসান খান বলেছেন, বিশ্ব দরবারে বাংলাদেশ একটি বিস্ময়কর দেশ, বাঙালি জাতি একটি বিস্ময়কর জাতি। এ জাতি সুযোগ পেলে সব- সবকিছু করতে পারে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খাদ্য, চিকিৎসা, বস্ত্র, শিক্ষা-দীক্ষায় বিশ্বে বাঙালিরা মাথা উঁচু করে অবস্থান করছে। ভিশন-২১ সম্পন্ন করার মধ্য দিয়ে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হবো। বুধবার(৮ ফেব্রুয়ারি) বিকালে তিনি টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে জিএম খান মেমোরিয়াল বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন।
শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, মানুষ যা হতে চায়- তা হতে পারে। তোমাদের এখনই সিদ্ধান্ত নেয়ার সময়, তোমরা কে কি হতে চাও। ভিশন-৪১ এ তোমাদের নেতৃত্বেই আমরা উন্নত দেশের সুরঙ্গে প্রবেশ করবো। dristy-dir-93
বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খন্দকার জহুরুল হক ডিপটি, টাঙ্গাইল যমুনা ব্যাংকের ম্যানেজার অমল চন্দ্র বসাক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডা. একেএম শরিফুল ইসলাম। ধন্যবাদ জ্ঞাপন করেন, আমেরিকা প্রবাসী চিকিৎসক ডা. আব্দুল বাসেত খান।
বিবি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনম বজলুর রহমান বাহাদুর।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম কাসের ১০জন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno