আজ- ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  বিকাল ৪:১৮

ভাসানী বিশ্ববিদ্যালয়ের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের সন্তোষস্থ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার(১২ অক্টোবর)। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে।


কর্মসূচির মধ্যে রয়েছে- মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন। সোয়া ১০টায় বেলুন উড়ানোর মধ্য দিয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এআরএম সোলাইমান।

এরপর বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের সামনে থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ শোভাযাত্রা বের হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করবে। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও মওলানা ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণ করা হবে।

শোভাযাত্রা শেষে প্রশাসনিক ভবনের সামনে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা এবং বাদ যোহর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।


প্রকাশ, ১৯৯৯ সালে ১২ অক্টোবর তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নামে টাঙ্গাইলে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno