আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  সকাল ৬:০৩

ভাসানী বিশ্ববিদ্যালয়ে অভিন্ন নীতিমালা প্রতিহতের দাবিতে মানববন্ধন

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মুঞ্জুরী কমিশন কর্তৃক কমিশন প্রহসনের অভিন্ন নীতিমালা প্রতিহতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

সোমবার(১৪ নভেম্বর) সকালে প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন (বাআবিকফ) ওই কর্মসূচি আহ্বান করে।


মানববন্ধন কর্মসূচিতে মাভাবিপ্রবি চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সভাপতি মো. আমিনুর ইসলাম বলেন, বর্তমান সময়ে দ্রব্য মূল্যের উর্ধ্বগতিতে আমাদের জীবন-যাপন কঠিন হয়ে পড়েছে। নবম পে-স্কেল প্রদান ও পে-স্কেল বাস্তবায়নের পূর্ব পর্যন্ত ৫০% মহার্ঘ ভাতা প্রদান সহ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মুঞ্জুরী কমিশন কর্তৃক কমিশন প্রহসনের অভিন্ন নীতিমালা প্রতিহত করার দাবি জানাচ্ছি।

দ্রুততম সময়ের মধ্যে দাবিসমুহ বাস্তবায়ন করা না হলে আমরা বাংলাদেশের সকল পাবলিক বিশ^বিদ্যালয়ের কর্মচারীরা আরও কঠোর কর্মসূচি গ্রহন করতে বাধ্য হব।


মানববন্ধনে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির কর্মচারীরা অংশগ্রহন করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno