আজ- ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ১১:৪৪

ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পানি দিবস উদযাপিত

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পানি দিবস উদডাটন করা হয়েছে। বুধবার(২২ মার্চ) ‘পানি ও স্যানিটেশন সংকট সমাধানে ত্বরান্বিত পরিবর্তন’ প্রতিপাদ্যে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় একাডেমিক ভবনের সামনে থেকে গ্রীণ ক্লাবের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।


র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর শামীম আল মামুন, প্রক্টর প্রফেসর ডক্টর মীর মো. মোজাম্মেল হক, প্রফেসর ডক্টর রোকসানা হক রিমি, ডক্টর শিমুল রায়, গ্রীণ ক্লাবের আহ্বায়ক মানিক শীলসহ এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


র‌্যালি শেষে ক্যাম্পাসে পানি বিষয়ক সচেতনতায় পোস্টারিং ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno