আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  বিকাল ৪:৪৬

মধুপুরে ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

 

মধুপুর প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রহিমের বাড়িতে হামলা-ভাংচুর ও স্থানীয় আদিবাসী নেতৃবৃন্দের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর অপপ্রচারকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(৩১ আগষ্ট) সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে জলছত্র বাজারে ফেস্টুন-ব্যানার নিয়ে অরণখোলা ইউনিয়নবাসীর ব্যানারে ওই কর্মসূচি পালন করা হয়।

সকাল ১১ টা থেকে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধনে জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ, আচিক মিচিক সোসাইটি, জলছত্র হরিসভা উন্নয়ন প্রকল্প, জলছত্র ট্রাক ড্রাইভার্স ইউনিয়ন, কোচ আদিবাসী সংগঠনসহ প্রায় ৩০টি সংগঠনের কয়েক হাজার নারী-পুরুষ অংশ গ্রহণ করে।

মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মধুপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খন্দকার আব্দুল গফুর মন্টু, মধুপুর ইউপি চেয়ারম্যন সমিতির সভাপতি গোলাম মোস্তফা খান বাবলু, অরণখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর

রহিম, আদিবাসী নেত্রী পিউ ফিলোমিনা ম্রং, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, জলছত্র ট্রাক ড্রাইভার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, কোচ আদিবাসী সংগঠনের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ বর্মণ,

ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক দেবদাস, উপজেলা মহিলা আওয়ামীলীগের সদস্য আদিবাসী নেত্রী শান্তি সাংমা প্রমুখ।

মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরোয়ার আলম খান আবু, ইউপি চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক ও মহিষমারা ইউপি চেয়ারম্যান কাজী আব্দুল মোতালেব, শোলাকুড়ি ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, বেড়িবাইদ ইউপি চেয়ারম্যান জুলহাস

উদ্দিন, ফুলবাগচালা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বেনু সহ উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান, আওয়ামীলীগ, ছাত্রলীগ,

যুবলীগ, বিভিন্ন আদিবাসী সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা রাস্তার দু’পাশে দাঁড়িয়ে এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে কর্মসূচিতে অংশ নেয়।

শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধম্যে জেলা প্রশাসকের কাছে একই দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno