আজ- ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ১১:০৯

মধুপুরে কাজু বাদাম ও কফি গবেষণা উন্নয়নে কৃষক প্রশিক্ষণ

 

মধুপুর প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুরে কাজু বাদাম ও কফি গবেষণা উন্নয়ন সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১০ অক্টোবর) মধুপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষণ মিলনায়তনে দিন ব্যাপী ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।


কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের (ডিএই অংগ) আওতায় ওই প্রশিক্ষণে বক্তব্য রাখেন- টাঙ্গাইলের উপ-পরিচালক আহসানুল বাসার, উপ-পরিচালক(উদ্যান) মাহমুদুল হাসান, মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, অতিরিক্ত কৃষি অফিসার শাকুরা শাম্মী প্রমুখ।


প্রশিক্ষণে মধুপুরের লাল মাটিতে কাজু বাদাম ও কফি চাষের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এ ফসল চাষে রোগ ও তার প্রতিকার, বাজার, মাড়াই, সম্ভাবনাসহ নানা বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে মধুপুর উপজেলার ৬০ জন কাজু বাদাম ও কফি চাষী অংশগ্রহন করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno