আজ- ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  রাত ৯:৫১

মধুপুরে গরম বাতাসের প্রভাবে খামারের বীজধান বিনষ্টের আশঙ্কা!

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মধুপুর বীজ উৎপাদন খামারে ঝড় ও গরম বাতাসের প্রভাবে ১০৭ একর জমির বোরো বীজধান বিনষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

ফলে বোরো ধানের দুই জাতের বীজ উৎপাদনে আশানুরূপ ফল পাওয়া যাবেনা বলে ধারণা করা হচ্ছে। মধুপুর বিএডিসি সূত্রে এ সব তথ্য জানা গেছে।

বিএডিসি সূত্রে জানা যায়, মধুপুর বীজ উৎপাদন খামারে চলতি বোরো মৌসুমে বিভিন্ন জাতের ৩২০ একর জমিতে বীজ ধান আবাদ করা হয়েছে।

গত ৪ এপ্রিল রাতে ঝড় ও গরম বাতাসের কারণে খামারের নতুন জাতের ৩৫ একর জমির ব্রি-৮৪ এবং ব্রি-২৮ জাতের ৭২ একরের বীজ ধান বিনষ্ট হয়ে যাচ্ছে।

দিন যত যাচ্ছে ততই বীজধানের শীষ সাদা দৃশ্যমান হচ্ছে, ধানের শীষ নষ্ট হয়ে যাচ্ছে। এর মধ্যে ব্রি-৮৪ জাতের ৩৫ একর জমির বীজধানের ক্ষতি বেশি হচ্ছে। ফলে ফলন হলেও বীজ ধান পাওয়া যাবেনা বলে ধারণা করছে খামার সংশ্লিষ্টরা।

ব্রি-২৮ জাতের ফলন শতকরা ১৫-২০ ভাগ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। গরম বাতাসের প্রভাবে নষ্ট হওয়া বীজধানের শীষ সাদা হয়ে যাওয়ায় শীষগুলো চিটা হয়ে যাবে। যে কারণে বীজ ধান পাওয়া যাবেনা।

মধুপুর বীজ উৎপাদন খামারের উপ-পরিচালক সঞ্জয় রায় জানান, চলতি বোরো মৌসুমে এ খামারে ৩২০ একর জমিতে ধান বীজ চাষ করা হয়েছে।

সাম্প্রতিক ঝড় ও গরম বাতাসে ব্রি-৮৪ জাতের ৩৫ একর ও ব্রি-২৮ জাতের ৭২ একর জমির ধান নষ্ট হওয়ার আশঙ্কা প্রবলতর হচ্ছে।

তিনি জানান, যে সব ধান দুধ পর্যায়ের আগে ছিল সেগুলোর ক্ষতি বেশি হয়েছে। যে কারণে শীষ সাদা হচ্ছে- এগুলো পরে কালো হবে।

এসব বিনষ্ট ধানে বীজ করা যাবেনা বলে তিনি ধারণা করছেন। গরম বাতাসে নষ্ট হওয়া ধানে প্রত্যাশা অনুযায়ী বীজ পাওয়া যাবেনা বলেও আশঙ্কা করছেন তিনি।

মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, মধুপুর উপজেলার চলতি মৌসুমে বোরো ধান উৎপাদনে ১২ হাজার ৪২০ হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। উৎপাদন হয়েছে ১২ হাজার ৭১১ হেক্টর জমিতে।

সম্প্রতি গরম বাতাসের কারণে মহিষমারা ও কুড়ালিয়া ইউনিয়নের ধানে ক্ষয়ক্ষতি লক্ষ করা যাচ্ছে। ২০০৭ সালেও এমনটা হয়েছিল।

তিনি জানান, এটা মূলত আবহওয়া জনিত সমস্যা। এ মুহূর্তে ধানের জমিতে ২-৩ ইঞ্চি পানি জমিয়ে রাখার জন্য কৃষকদের পরামর্শ দিচ্ছেন তিনি।

এখনও ক্ষতির পরিমাণ নিরূপন করা সম্ভব না হলেও এ বছর বোরো আবাদের লক্ষ্যমাত্রা অর্জনে প্রভাব পড়বে না বলে তিনি জানান।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno