আজ- মঙ্গলবার | ২১ অক্টোবর, ২০২৫
৫ কার্তিক, ১৪৩২ | সকাল ৬:৫৪
২১ অক্টোবর, ২০২৫
৫ কার্তিক, ১৪৩২
২১ অক্টোবর, ২০২৫, ৫ কার্তিক, ১৪৩২

মধুপুরে ব্যবসায়ীর গলা কেটে পাঁচ লাখ টাকা ছিনতাই

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মধুপুর পৌর এলাকায় আব্দুল জলিল নামে এক ব্যবসায়ীর গলা কেটে হত্যা করে পাঁচ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৫ এপ্রিল) রাত ১১টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুর পৌর এলাকার আশুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে অলিপুরের রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল জলিল অলিপুর গ্রামের মৃত কুদরত আলী মন্ডলের ছেলে।
অলিপুর গ্রামের আবু সাইদ আরিফ জানান, মধুপুর থেকে ব্যবসার বড় অংকের টাকা নিয়ে জলিল বাড়ি ফিরছিলেন। টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক থেকে অলিপুরের বাড়ির দিকের রাস্তায় পথরোধ করে টাকা কেড়ে নেয়ার সময় তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যার পর টাকা লুট করে নেয় দুর্বৃত্তরা।
একই পথ দিয়ে প্রতিবেশী অপর ব্যবসায়ী মতিয়ার রহমান বাড়ি ফেরার সময় জলিলকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে জলিলকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা খন্দকার সাদিকুর রহমান জলিলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মধুপুর সার্কেলের সিনিয়র এএসপি কামরান হোসেন রাত পৌনে ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, পুলিশ ‌দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়