আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  দুপুর ১২:৪৪

মধুপুরে মন্দিরের জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদ

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মধুপুর উপজেলার শ্রীশ্রী মদন গোপাল দেববিগ্রহ মন্দিরের জায়গা অবৈধভাবে দখল করে নির্মাণকৃত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার( ৭জুন) দুপুরে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীনের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত ওই অভিযান চালান।


অভিযান চলাকালে মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসোইন, মন্দিরের উপদেষ্টা অধ্যাপক মানিক চন্দ্র বসু, ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শ্রী সুধাংশু দেবনাথ, সাধারণ সম্পাদক শ্রী আখিমল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।


মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন জানান, জেলা প্রসাশকের নির্দেশে শ্রীশ্রী দেববিগ্রহ মন্দিরের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।


প্রকাশ, মধুপুরের শ্রীশ্রী দেববিগ্রহ মন্দিরের নামে ৯ একরের অধিক সম্পত্তি থাকলেও বর্তমানে মন্দির ব্যতিত সকল সম্পত্তিই বেদখল হয়ে গেছে। বিভিন্ন সময়ে প্রভাবশালীরা এসব সম্পত্তি দখল করে নেয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno