মধুপুর প্রতিনিধি:

টাঙ্গাইল-শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কে মধুপুর উপজেলার গোলাবাড়ি নামক স্থানে শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় বিনিময় পরিবহনের একটি বাসের চাপায় জিহাদ নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবহনের অপর একটি বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। নিহত মোটরসাইকেল চালক জিহাদ মধুপুর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের লোকদের গ্রামের জাকের আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, জিহাদ(২২) অসুস্থ মামাকে দেখতে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে মধুপুর হাসপাতালের উদ্দেশে রওনা হয়। পথে গোলাবাড়ি এলাকায় পৌঁছলে বিনিময় পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক জিহাদ নিহত হন।
স্থানীয় বিক্ষুব্ধ জনতা সড়কে নেমে একই পরিবহনের অপর একটি বাসে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবির জানান, পুলিশের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
