আজ- ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  রাত ১২:৪৫

মধুপুরে সরকারিভাবে ধান-চাল ক্রয় শুরু

 

মধুপুর প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুর উপজেলা খাদ্য অধিদপ্তর চলতি বোরো মৌসুমে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ শুরু করেছে। বৃহস্পতিবার (১২ মে) দুপুরে মধুপুর উপজেলা খাদ্য গুদাম এলাকায় আনুষ্ঠানিকভাবে ওই কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন।


মধুপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাকিলা সারমিন জানান, চলতি বোরো মৌসুমে ২৭টাকা কেজি দরে ধান ও ৪০টাকা কেজি দরে চাল ক্রয় করা হবে। এ মৌসুমে এক হাজার ৮০০ মেট্রিকটন ধান ও ৬ হাজার ৬০ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

স্থানীয় কৃষক খোরশেদ আলমের কাছ থেকে তিন মেট্রিক টন ধান ক্রয়ের মাধ্যমে মধুপুরে ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়।


ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধনকালে মধুপুর পৌরসভার মেয়র আলহাজ সিদ্দিক হোসেন খান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাকিলা শারমীন, ভারপ্রাপ্ত খাদ্য পরিদর্শক মনিজা খাতুন, বিশিষ্ট ব্যবসায়ী অ্যাডভোকেট সালাহউদ্দিন সেলিম, কৃষক রহুল আমিন মিল মালিকসহ অনেকেই উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno