আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  সন্ধ্যা ৭:১৯

মধুপুরে ১০ টাকা কেজির চালসহ আটক ২ জনের বিরুদ্ধে মামলা

 

দৃষ্টি নিউজ:

tangail-mapটাঙ্গাইলের মধুপুরে দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১০ টাকা কেজি দরে বিক্রির দুই টন চালসহ আটক দুইজনের বিরুদ্ধে রোববার (৯ সেপ্টেম্বর) বিকাল ৩টায় মধুপুর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (১) ধারায় মামলাটি দায়ের করা হয়। আটক ব্যক্তিরা হচ্ছেন, শদুপুরের রক্তিপাড়া গ্রামের মনছুর আলীর ছেলে ডিলার আনোয়ার হোসেন (৪৫) ও চাল ক্রেতা চরের ভিটার আখের আলীর ছেলে জিল্লুর রহমান (২৩)।
পুলিশ জানায়, মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দরিদ্রদের জন্য বরাদ্দের চাল থেকে ডিলার আনোয়ার হোসেন শনিবার(৮ অক্টোবর) রাতে দুই হাজার ২৫০ কেজি (দুই টন) চাল গোপণে কালো বাজারে বিক্রি করেন। পরে গভীর রাতে বস্তা পরিবর্তন করে ট্রাকে তোলার সময় খবর পেয়ে মধুপুর থানা পুলিশ অভিযান চালিয়ে  ট্রাকসহ ( ঢাকা মেট্রো-ট ১৮-৩৮২২) চাল ও ওই দুইজনকে আটক করে।
মধুপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) সফিকুল ইসলাম জানান, তদন্ত শেষে আটক বেলায়েত হোসেন ও আব্দুল হাকিমকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno