আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  বিকাল ৫:৫৭

মধুপুর ও ধনবাড়ীতে খাদ্যে ভেজাল মেশানোয় তিন প্রতিষ্ঠানে জরিমানা

 

‌দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ী উপজেলায় খাদ্যে ভেজাল ও রাসায়নিক মেশানোর দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার(৭ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভীর নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত ওই জরিমানা করেন।

এ সময় র‌্যাব-১২’র সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন(জি) বিএন সহ র‌্যাব সদস্যা উপস্থিত ছিলেন।

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হচ্ছে- ধনবাড়ীর বেদারপাড়ার রাফি আইসক্রিম ৩০ হাজার টাকা, একই উপজেলার হাবিপুরের মেসার্স মনছুর সুইটস অ্যান্ড বেভারেজকে ৫০ হাজার টাকা এবং মধুপুরের কাকতাইয়ের মীম ফুড প্রডাক্টসকে ১৫ হাজার টাকা।

সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন(জি) বিএন জানান, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালানো হয়। অভিযানে খাদ্যে ভেজাল ও বিষাক্ত রাসায়নিক মেশানোর অপরাধের প্রমাণ পাওয়া যায়।

পরে ভ্রাম্যমান আদালত ভাক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় উল্লেখিত তিন প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno