আজ- ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  সন্ধ্যা ৭:৩৮

মহান মে দিবসে ব্যক্তি উদ্যোগে শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি বিধিনিষেধ মানতে গিয়ে কর্মহীন হয়ে পড়া শ্রমিকদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার(১ মে) মহান মে দিবসে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার ব্যক্তি উদ্যোগে ওই খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ সময় ১০০জন নির্মাণ শ্রমিক, ৩০জন টেইলার্স শ্রমিক ও ১১০জন পরিবহন শ্রমিকদের প্রত্যেককে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি আলু ও এক লিটার ভোজ্যতেল দেওয়া হয়।

খাদ্য সামগ্রী বিতরণকালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল জেলা বাস-কোচ-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি খন্দকার আহসানুল হক পিটু, সাধারণ

সম্পাদক চিত্তরঞ্জন সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম লাভলু, জেলা বাস-কোচ-মিনিবাস মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন, মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি সহ মালিক-শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার জানান, পবিত্র ঈদুল ফিতরের পূর্ব মুহূর্ত পর্যন্ত কর্মহীন ও অসহায় শ্রমিকদের মাঝে তিনি ব্যক্তি উদ্যোগে খাদ্য সহায়তা অব্যাহত রাখবেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno