দৃষ্টি নিউজ:
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের নির্বাচিত প্রেসিডিয়াম মেম্বার, জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইলের সাংস্কৃতিক অঙ্গণের প্রিয়মুখ অকাল প্রয়াত পাপিয়া সেলিমের স্মরণে জেলা মহিলা আওয়ামীলীগ শুক্রবার(১৪ জুলাই) দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।
জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনোয়ারা বেগমের সভাপতিত্বে ওই দোয়া ও মিলাদ মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৫(সদর) আসনের এমপি আলহাজ মো. ছানোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক জেবুন্নেছা চায়না, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজমুস সালেহীন, যুগ্ম-সম্পাদক রুমা খান, শহর মহিলা আওয়ামীলীগের সভাপতি শাহিন আরা মিষ্টু, সাধারণ সম্পাদক শামীমা খান সহ আওয়ামীলীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া ও মিলাদ শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্রের অভিনেত্রী পাপিয়া সেলিম ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শনিবার(৮ জুলাই) দিবাগত রাত ১০টার দিকে টাঙ্গাইল শহরের বকুলতলী রোডের নিজ বাসা ‘পিমন হাউজে’ ইন্তেকাল করেন।