আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  রাত ২:৩৮

মানবাধিকার বাস্তবায়ন সংস্থার র‌্যালি ও আলোচনা সভা

 

দৃষ্টি নিউজ:

SAMSUNG CAMERA PICTURES

‘নারী পুরুষের সমতায়, উন্নয়নে যাত্রা- বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’ স্লোগানে মানবাধিকার বাস্তবায়ন সংস্থা পরিচালিত মানুষে জন্য ফাউন্ডেশনের সহায়তায় এসসিডব্লিউএইচআর প্রকল্পের টাঙ্গাইল ইউনিটের উদ্যোগে সদর উপজেলার পোড়াবাড়ী ইউনিয়নের বেলতা দক্ষিণ পাড়া গ্রামে অধিকার সুরক্ষা কমিটির সহায়তায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ্জামান। অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ।
বেলতা দক্ষিণ পাড়া অধিকার সুরক্ষা কমিটির সভাপতি আসমা বেগমের সভাপত্বিতে আলোচনা সভায় নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার টাঙ্গাইল জেলা সমন্বয়কারী অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ, বিশিষ্ট আইনজীবী মানবাধিকার কর্মী অ্যাডভোকেট আব্দুল গণি আলরুহি, বেলতা দক্ষিণ পাড়া অধিকার সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক আমেনা বেগম, খারজানা অধিকার সুরক্ষা কমিটির সভাপতি কহিনুর আক্তার, কমিটির সদস্য বিথী আক্তার, মঞ্জুরানী দাস, পোড়াবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন আলমগীর প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থার টাঙ্গাইল ইউনিটের প্রজেক্ট ফ্যাসিলিটেটর আলম খান। পরে একটি র‌্যালি বের করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno