আজ- ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  সন্ধ্যা ৬:০৮

মির্জাপুরে ঢাকা ফেরত দুইজনের দেহে করোনা শনাক্ত

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা ফেরত আরো দুই ব্যক্তি নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত দুইজনের মধ্যে একজন নারী। তারা দু’জনই সম্প্রতি ঢাকা থেকে মির্জাপুরে এসেছিলেন।

মঙ্গলবার(২৮ এপ্রিল) ভোরে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ২২ জন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান জানান, সোমবার(২৭ এপ্রিল) জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ৫০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়। সেখান থেকে রাতে মোবাইলফোনে দুই জনের নমুনা পজেটিভ থাকার কথা জানানো হয়।

মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম জানান, আক্রান্ত দুইজন হচ্ছেন, উপজেলার জামুর্কী-পাকুল্যা গ্রামের এক যুবক (৩০) ও ভাওড়া কামারপাড়া গ্রামের এক নারী (৫০)। কয়েকদিন আগে তারা ঢাকা থেকে মির্জাপুরে এসেছিলেন।

তাদের মধ্যে ওই যুবক ঢাকার একটি স্বর্ণের গহনার দোকানে কাজ করতেন। আর ওই নারী তার বোনের বাসায় বেড়াতে গিয়েছিলেন।

ডা. মাকসুদা খানম আরো জানান, তাদের দুজনের মধ্যেই হালকা কাশি ছাড়া করোনা ভাইরাসের তেমন কোন লক্ষণ ছিল না।

ঢাকা থেকে আসার জন্য গত রোববার(২৬ এপ্রিল) তাদের নমুনা সংগ্রহ করে সোমবার ঢাকা পাঠানো হয়েছিল। নমুনার রিপোর্ট পজেটিভ আসায় আক্রান্তদের ও আশেপাশের বাড়ি লকডাউন করা হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno