আজ- ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  রাত ১১:৪৬

মির্জাপুরে দুই ভুয়া পুলিশ সদস্য গ্রেপ্তার

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে এক দিনমজুরকে আটক করে মুক্তিপণ আদায়ের ঘটনায় শনিবার (১২ জুন) সকালে মির্জাপুর উপজেলার কামাড়পাড়া ও চাঁনপুর থেকে দুই ভুয়া পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- মির্জাপুরের ভাওড়া ইউনিয়নের কামাড়পাড়া গ্রামের মনসুর আলীর ছেলে সুজন মিয়া(৩০) ও চাঁনপুর গ্রামের বদর উদ্দিনের ছেলে রাফি মিয়া(২৭)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ২৬ মে (বুধবার) রাতে মারিশনপাড়া গ্রামের মো. কদ্দুছ মিয়ার বাড়ির ধানকাটা এক শ্রমিককে পুলিশ পরিচয় দিয়ে আটক করে তাকে মুক্তি দিতে ২০ হাজার টাকা দাবি করেন।

পরে তিন হাজার টাকা দিয়ে তিনি ছাড়া পেয়ে বাড়ি ফিরেন। পরে বাড়ির মালিকসহ স্থানীয় লোকজনকে ঘটনাটি জানালে তারা খোঁজ নিয়ে জানতে পারেন ওই দুই ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে তার কাছ থেকে টাকা হাতিয়ে নেন।

তারা মাঝে মধ্যেই ভুয়া পুলিশ পরিচয় দিয়ে এলাকার নিরীহ লোকজনকে জিম্মি করে টাকা ও মালামাল হাতিয়ে নেয় বলে এলাকাবাসী অভিযোগ করেন।

মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফয়েজ বলেন, তারা নিজেদের পুলিশ অফিসার ও কনস্টেবল পরিচয় দিয়ে ভাওড়া ইউনিয়নের মারিশানপাড়া গ্রামের এক দিনমজুরের কাছ থেকে টাকা আদায় করেন।

পরে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno