দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বংশাই ব্রিজ সংলগ্ন বিল থেকে মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে পুরুষাঙ্গ কাটা অবস্থায় মো. তারা মিয়া (৫০) নামে এক ব্যক্তির লাশ পুলিশ উদ্ধার করেছে। তার বাড়ি বাসাইল সদর উপজেলায় বলে জানাগেছে।
মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল জানান, গত ২৯ অক্টোবর(শনিবার) বিকালে তারা মিয়া বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন। সকালে স্থানীয় লোকজন বংশাই ব্রিজের পাশের বিলে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।